বেগম জিয়ার ঐতিহাসিক সাক্ষাৎকার গ্রহণ করেন ফজলে লোহানী

১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদাতবরণের পর তাঁর পরিবারের সদস্যদের স্মৃতিচারণমূলক এক ঐতিহাসিক সাক্ষাৎকার গ্রহন করেছিলেন জনাব ফজলে লোহানী। যা প্রচারিত হয়েছিল বিটিভিতে তাঁর কালজয়ী ম্যাগাজিন অনুষ্ঠান “যদি কিছু মনে না করেন”-এ। সেই সাক্ষাৎকারের একটি ক্ষুদ্র খণ্ডিতাংশ এটি।